- Song Dhushor Somoy
- Album Oniket Prantor
- Band Artcell
DHUSHOR SHOMOY LYRICS
ARTCELL
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি..
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন..
আলোর নিচে যে আঁধার খেলা করে..
সে আঁধারে শরীর মেশালে…হে…
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি..
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন..
আলোর নিচে যে আঁধার খেলা করে..
সে আঁধারে শরীর মেশালে…হে…
আজ আমি ধূসর কি রঙিন সময়ে..
পথ হারাই তোমাতে..
জীবনের কাঁটা তারে তুমি..
অন্তহীনের অপূর্ণতায়..
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও-
অনাবিল আকাশের শূণ্যতায়..
তবু আমি…
কি খুঁজি মানুষের বিষাদের চোখে..
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে..
একা একা আমি থাকি দাঁড়ায়ে..
স্মৃতির ঝড়ো বাতাসে..
দুজনার শরীর মেশায়..
আজ আমি ধূসর কি রঙিন সময়ে..
পথ হারাই তোমাতে..
জীবনের কাঁটা তারে তুমি..
অন্তহীনের অপূর্ণতায়..
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও-
অনাবিল আকাশের শূণ্যতায়..
তবু আমি…
Post a Comment